দারুল ইফতা ওয়াল ইরশাদ’র সংক্ষিপ্ত পরিচিতি

দারুল ইফতা ওয়াল ইরশাদ একটি উচ্চতর ইসলামী শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান এবং খালেস দ্বীনি প্রতিষ্ঠান । সম্পূর্ণ আল্লাহতালার বিশেষ রহমত ও অনুগ্রহের উপর ভরসা করেই এটি প্রতিষ্ঠিত হয়েছে । এখানে বাংলাদেশের বিভিন্ন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান থেকে দাওরায়ে হাদিস পরীক্ষায় পাশ করার পরে যারা উচ্চতর ইসলামী শিক্ষা অর্জনের করে মুফতি হতে আগ্রহী, তাদের মধ্যে নির্বাচিত মেধাবী শিক্ষার্থীদের মানুষের দৈনন্দিন জীবনের যাবতীয় সমস্যার শরয়ী সমাধান ও ফতুয়া প্রদানের যোগ্যতা অর্জনের প্রশিক্ষণ দেওয়া হয়।

الادارات ( বিভাগসমূহ )

(١)التخصص في الفقه و الافتاء
(আত তাখাসসুস ফিল ফিকহি ওয়াল ইফতা)
(٢)قسم الفتاوى
(ফাতওয়া বিভাগ)
(٣)قسم التصنيف
(প্রকাশনা বিভাগ)

সংবাদ

নোটিশ